Breaking News
Home / Exclusive / ছবিগুলো দুইবার না দেখে উপায় নেই!

ছবিগুলো দুইবার না দেখে উপায় নেই!

ছবি তোলা হয় মজার সময়ের স্মৃতিকে ধরে রাখার জন্য, যেই মুহুর্তগুলো আমরা ভুলে যেতে চাই না। কিন্তু মাঝে মাঝে সাধারণ কিছু ছবি সাধারণের উর্ধ্বে চলে যায়। এই ছবিগুলোর কারণ ব্যাখ্যা করা মুশকিল, এদের তোলা হয়েছে অপ্রত্যাশিতভাবে। এরা আপনাকে বোকা বানাতে চায় নি, এটা কেবলই পারফেক্ট টাইমিং। এই দৃষ্টিভ্রমগুলো আপনাকে দুইবার তাকাতে বাধ্য করবে!

হাত ভুল জায়গায় নাকি লোকটি!

বন্ধুদের স্বাভাবিক একটা ছবি!

না, এখানে কেউ বিশ্রীভাবে পা ছড়িয়ে বসে নেই।

তিনি ব্যালেন্সিং প্র্যাক্টিস করছেন!

মেয়েটির জায়গায় কোন ছেলে হলে অন্যকিছুই মনে হতো! এ যাত্রায় বাঁচা গেলো!

আরও পড়ুনঃ মেয়েরা এই গোপন বিষয়গুলির প্রেমে পাগল, কিন্তু তারা কখনই আপনাকে সেগুলির ব্যপারে বলবে না…

বন্ধুদের দুষ্টামি!

এখানে কিন্তু তিনজন উপস্থিত!

আঙ্গুল যখন ভুল জায়গায় চলে আসে!

কি সুন্দর একটা বিয়ের ছবি! কিন্তু এর মাঝে কে যে আঙ্গুল দিলো বুঝলাম না।

বন্ধুদের আনন্দময় মুহুর্ত!

কার মাথা যে কোনটা বুঝতে পারছি না! আপনারা বুঝলে কমেন্টে জানান।

দুই বন্ধুর আড্ডা!

আর হ্যা, এখানে দুইটা দুইজনের পা!

ছবি তোলার সময় আশে পাশে দেখে নিন!

না হয় আপনাকেও এমন লোমশ দেখাবে!

কার পা কোনটা!

নাহ এরা কোন ভয়ানক দানব বা জন্তু না!

আরও পড়ুনঃ প্লেনে মলত্যাগ করলে সেই মলের কি হয় তা জানলে আপনি চমকে উঠবেন…

তিনটা কুকুরের নাক!

কে কাকে তুলেছে?

ভয়ানক ট্যাটু!

কুকুরটা নিয়ে আপনি চিন্তায় পরে গিয়েছিলেন না? সত্যি করে বলুন!

কার মাথা যে কই!

নাহ, কেউ কারো কাপড়ের নিচে কিছু খুঁজছে না!

না এখনও কুকুরেরা এতো বুদ্ধিমান হয়নি! সে কিছু কিনছে না।

ভুল জায়গায় বসে ছবি তুললে যা হয়!

আরও পড়ুনঃ গার্লস হোস্টেলের ১০টি গোপন কথা!! যেগুলি কোনোদিন ছেলেরা জানতেও পারে না

কোথায় মাথা দিচ্ছেন!

নাচ যখন চরমে!

উনার হাত নেই নাকি পা!!!

৪ বয়সি ছেলের গোঁফ গজিয়েছে!

Check Also

হাস্যকর ডিভোর্স – সব সম্পত্তি দুই ভাগে ভাগ করা হলো!

আজ আমরা জার্মানীর এমন এক ডিভোর্সের গল্প শুনবো যেখানে স্বামী তার সব কিছুর অর্ধেক স্ত্রীকে …

Powered by themekiller.com